, ‘তাওহীদ পাবলিকেশন্স’ একটি নাম। বাংলা ভাষায় বিশুদ্ধ ইসলামী গ্রন্থ প্রকাশনা জগতের একটি ইতিহাস। বিশুদ্ধ ইসলামী ...
, ‘তাওহীদ পাবলিকেশন্স’ একটি নাম। বাংলা ভাষায় বিশুদ্ধ ইসলামী গ্রন্থ প্রকাশনা জগতের একটি ইতিহাস। বিশুদ্ধ ইসলামী সাহিত্য প্রকাশের চেতনায় ঋগ্ধ একটি প্রতিষ্ঠান। কুরআন,সহীহ হাদীস ও সালফে – সালেহীনদের নীতি/আদর্শ অনুযায়ী বিশুদ্ধ আক্বীদা- বিশ্বাসের ভিত্তিতে মূল্যবান ইসলামী গ্রন্থসমূহ বাংলা ভাষায় প্রকাশে অগ্রগামী প্রতিষ্ঠান ‘তাওহীদ পাবলিকেশন্স’। ১৯৮১ সালে গবেষণা গ্রন্থ ‘কিতাবুত তাওহীদ’ প্রকাশের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে আল্লাহ সুবহানাহূ ওয়া তা‘আলার অপার অনুগ্রহে একে একে পার করল দীর্ঘ ৩০টি বছর। যাত্রা শুরুর পর থেকে অদ্যাবধি প্রতিষ্ঠানটি পাঠকের প্রগাঢ় আস্থা ও ভালবাসা অর্জনে সম্মুখপানে এগিয়ে চলেছে। প্রকাশনার প্রায় তিন যুগ সুনামের সাথে অবস্থান এবং একের পর এক বই প্রকাশ করে দেড় শতাধিক গ্রন্থ প্রকাশ করেছে ‘তাওহীদ পাবলিকেশন্স’। বাংলাদেশে বিশুদ্ধ ইসলামী গ্রন্থ প্রকাশনার জগতে এটি এখন দেশের শীর্ষস্থানীয় নির্ভরযোগ্য প্রকাশনা প্রতিষ্ঠানে রূপ নিয়েছে, আলহামদু লিল্লাহ। গ্রন্থ প্রকাশনায় বিশুদ্ধতা ও গুণগত উৎকর্ষ নিশ্চিত করতে সজাগদৃষ্টি সমুন্নত রেখে কাজ করে চলেছে ‘তাওহীদ পাবলিকেশন্স’। বিষয়ের বৈচিত্র্য ও অভিনবত্ব এই দৃষ্টিভঙ্গির পরিচয় বহন করে। পরিকল্পিতভাবে গ্রন্থ প্রকাশের তাগিদ থেকে ‘তাওহীদ পাবলিকেশন্স’ সকল শ্রেণীর পাঠকদের গ্রন্থ সম্পদ বৃদ্ধি করতেও বিশেষভাবে সচেষ্ট রয়েছে। ইতোমধ্যে ইসলামের মৌলিক, গবেষণা, ইসলামী অর্থনীতি, ইসলামী উপন্যাস ইত্যাদি বিষয় ছাড়াও অনুবাদ সাহিত্যে উল্লেখযোগ্য সংখ্যক বই প্রকাশ করে সুধী মহলের দৃষ্টি আকর্ষণ করেছে। ইসলাম চর্চায় বিশুদ্ধতার চেতনাকে শাণিত করে যে গ্রন্থ, তা প্রকাশে অধিক উৎসাহী এ প্রতিষ্ঠান। স্বকীয় সৌকর্যে ও বিপুল বৈভবে যাতে বাঙালি মুসলিম পাঠক নির্মিত হয় তার প্রচেষ্টায় সক্রিয় রয়েছে প্রতিষ্ঠানটি। ‘তাওহীদ পাবলিকেশন্স’ মনে করে, ইসলামী প্রকাশনা মানে বিশুদ্ধ ইসলামী সাহিত্যের কিছু কাজ হাতে নেয়া। প্রতিশ্রুতি রক্ষা করা। তাই, প্রকৃত ও বিশুদ্ধ ইসলামী সংস্কৃতি চর্চা ও বিকাশের লক্ষ্যে সৃজনশীল ও মননশীল ইসলামী সাহিত্য প্রকাশে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বিষয় বৈচিত্রে সমৃদ্ধ এবং প্রখ্যাত প্রতিথযশা এবং প্রতিশ্রুতিশীল আলেমগণের এক অপূর্ব সমারোহে ঋদ্ধ এই প্রতিষ্ঠান। আমরা রচনার গুনাগুণ ও বিষয়ের বিশুদ্ধতায় বিশ্বাস করি। কুরআন, কুরআনের বিশুদ্ধ তাফসীর, হাদীস গ্রন্থ, ইসলামী আরকান ও ইসলামী বিধি-বিধানসহ নানা বিষয়ে এদেশের সৃজনশীল বিশুদ্ধ ইসলামী সাহিত্যে বিশেষ ভূমিকা রাখার অঙ্গীকার নিয়েই আমাদের পথচলা সামনের দিকে। ‘তাওহীদ পাবলিকেশন্স’ সর্বদাই গ্রন্থ ও লেখক বাছাই করে গ্রন্থ প্রকাশ করে। তাই, ‘তাওহীদ পাবলিকেশন্স’-এর বই বেছে কিনতে হয় না। পুরোপুরি আস্থা রেখে তাওহীদ পাবলিকেশন্স-এর বই কিনুন। ‘তাওহীদ পাবলিকেশন্স’-এর গ্রন্থ তালিকা থেকে আপনার পছন্দের বই বাছাই করে আপনার গ্রন্থাগারের সংগ্রহকে সমৃদ্ধ করুন। নিজে পড়ুন। অন্যকে পড়তে উৎসাহিত করুন। [আল্লাহর ইচ্ছায়, বিগত পঁয়ত্রিশ বছর ধরে যেসব পাঠক- পাঠিকার ভালবাসা, সমর্থন, সাহায্য ও সহানুভূতি লাভ করেছি এবং যাদের উৎসাহে আমরা একটা-দুটো করে এ পর্যন্ত শতাধিক বই প্রকাশের অনুপ্রেরণা লাভ করেছি – তাদের সবার প্রতি অকুন্ঠ চিত্তে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ সুবহানাহূ ওয়া তা‘আলা অত্র প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট কর্মী, লেখক, পাঠক ও শুভানুধ্যায়ী সবাইকে জাযায়ে খাইর (উত্তম প্রতিদান) দিন।] رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيْعٌ الْعَلِيْمُ
Hello eBoighar member!
Hello eBoighar member!
Hello eBoighar member!
Are you sure?
By clicking “Accept All Cookies”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.