ইমাম নাসাই (৮৩০ - ৯১৮) হলেন একজন প্রখ্যাত হাদীস সংকলক, যিনি সুন্নীদের নিকট অতি গ্রহণীয় ও সিহাহ সিত্তাহ-এর অন্তর্ভু...
ইমাম নাসাই (৮৩০ - ৯১৮) হলেন একজন প্রখ্যাত হাদীস সংকলক, যিনি সুন্নীদের নিকট অতি গ্রহণীয় ও সিহাহ সিত্তাহ-এর অন্তর্ভুক্ত সুনানে নাসাইগ্রন্থটি সংকলন করেছেন। তার পুরো নাম আবু আবদ আর-রহমান আহমাদ ইবন সুয়াযেব ইবন আলী ইবন সিনান আল-নাসাই এবং তিনি পারস্যের অধিবাসী ছিলেন। জীবনী: ইমাম নাসাই হিজরি ২১৫ সনে খোরাসানের নাসা শহরে জন্মগ্রহণ করেন। আল-নাসাই নিজেই বলেছেন যে, তিনি ৮৩০ (২১৫ হি:) সালে জন্মগ্রহণ করেছিলেন - যদিও কেউ কেউ মত প্রকাশ করেছেন যে তার জন্ম তারিখ ৮২৯ বা ৮৬৯ সালে (২১৪ বা ২৫৫ হি:) নাসা শহরে হয়েছিল । আর নাসা শহরটি বর্তমান তুর্কমেনিস্তান - যা খোরাসানের অংশ । এটি পশ্চিম এশিয়া এবং মধ্য এশিয়ার একটি অঞ্চল যা ইসলামি শিক্ষাকেন্দ্রের জন্য সুপরিচিত । সেখানে ইমাম নাসাই \"হালকা\" নামে পরিচিত জ্ঞান তপস্যার সমাবেশ-মজলিশে অংশ নিয়েছিলেন । প্রায় ১৫ বছর বয়সে তিনি কুতাইবাতে প্রথম যাত্রা শুরু করেছিলেন । তিনি ইরাক, কুফা, হিজাজ, সিরিয়া এবং মিশরের বিদ্বানদের কাছ থেকে জ্ঞান লাভ করে পুরো আরবীয় উপদ্বীপকে কভার করেছিলেন, যেখানে তিনি শেষ পর্যন্ত স্থায়ীভাবে বসতি স্থাপন করেছিলেন । শিক্ষকগণ: শৈশবকালে স্বদেশে তিনি যেসব খ্যাতিমান শায়খের কাছ থেকে শিক্ষার্জন করেন তারা হলেন হুমাইদ ইবনে মাখলাদ (মৃঃ ২৪৪ হিঃ), আম্মার ইবনুল হাসান (মৃঃ ২৪২ হিঃ) প্রমুখ । শুধু স্বদেশেই তিনি সীমাবদ্ধ থাকেননি, জ্ঞান অর্জনের জন্য ইমাম নাসাই বিভিন্ন দেশে সফর করে হাদিসের বিখ্যাত শায়খদের সান্নিধ্য পান । ইলমে হাদিসের অসংখ্য মনীষী থেকে তিনি হাদিস শ্রবণ করেছেন । ইমাম ইবনু হাজার আল আসক্বালানী (রহঃ) বলেছেন, ইমাম নাসায়ী (রহঃ) এঁর অসংখ্য শিক্ষক ছিলেন, তাঁদের সংখ্যা গোনা সম্ভব নয়, তবে তাঁর বেশিরভাগ শিক্ষকেরই নাম তাঁর সুনানে উল্লেখিত হয়ে গিয়েছে। সুনানু কুবরা-তে ইমাম নাসাই (রহঃ) ৪০৩ জন শিক্ষকের নিকট থেকে এবং সুনানু ছুগরা তথা সুনানে নাসাঈ-তে ৩৩৫ জন শায়খের নিকট থেকে হাদিস বর্ণনা করেছেন । তবে ইবনু আসাকিরের বর্ণনা মতে তাঁর শিক্ষকের সংখ্যা ৪৪৪ জন । ইমাম নাসাই সর্বপ্রথম বিদেশে পরিভ্রমণ করে কুতাইবা ইবনু সাঈদ (মৃঃ ২৪০ হিঃ)-এর নিকট থেকে জ্ঞানার্জন করেছেন । তাঁর উল্লেখযোগ্য শিক্ষকের মধ্যে রয়েছেন : ইসহাক ইবনু রাহওয়াইহ ( যিনি ইমাম বুখারী (রহঃ)-এরও উস্তায) । মুহাম্মাদ ইবনু নযর । আলী ইবনু হাজার। ইউনুস ইবনু আব্দুল আলা। মুহাম্মাদ বিন বাশার। ইমাম আবূ দাঊদ সিজিস্তানী । বিশর ইবনে হেলাল। আল-হাসান ইবনুস সাববাহ আল-বাযযার। আম্মার ইবনে খালেদ আল-ওয়াসিতী। ইমরান ইবনে মূসা আল-কাযযায প্রমুখ । ইবনু হাজার আসক্বালানী (রহঃ) ইমাম বুখারী (রহঃ)-কেও ইমাম নাসাঈ (রহঃ)-এর শিক্ষক হিসাবে গণ্য করেছেন । তবে আল-মিজি এ কথা অস্বীকার করেছেন । আল- মিজির বক্তব্য হল যে, ইমাম নাসাই ইমাম বুখারীর সাথে কখনও সাক্ষাত করেছেন । আবু যুর‘আ ও আবু হাতিম আর-রাযী থেকেও ইমাম নাসাইর হাদীছ বর্ণনা প্রমাণিত হয়েছে । ছাত্রগণ: তাঁর থেকে অনেক বিখ্যাত মুহাদ্দিসই হাদীস শাস্ত্র সম্পর্কে জ্ঞানার্জন করেছেন৷ তাঁদের মধ্যে বিখ্যাত কয়েকজনের নাম এখানে উল্লেখ করা হলো - আবুল ক্বাসিম আত ত্ববারনী আবু জা'ফার আত ত্বহাভী ইবরাহীম বীন মুহাম্মাদ বীন স্বালিহ বীন সিনান আবু আলী আল হুসাইন বীন মুহাম্মাদ আন নীসাপুরী, আন নীসাপুরী নামে পরিচিত। মুহাম্মাদ বীন মু'আবীয়া বীন আল আহমার আল আন্দালুসী আল হাসান বীন রাশীক্ব মুহাম্মাদ বীন হাইওয়েহ হামযা আল কীনানী প্রমুখ।
Hello eBoighar member!
Hello eBoighar member!
Hello eBoighar member!
Are you sure?
"সব কুকিজ গ্রহণ করুন" ক্লিক করে, আপনি সাইট নেভিগেশন উন্নত করতে, সাইটের ব্যবহার বিশ্লেষণ করতে, এবং আমাদের বিপণন প্রচেষ্টায় সহায়তা করার জন্য আপনার ডিভাইসে কুকি সংরক্ষণ করতে সম্মত হন।